
তারিখ: ৪ নভেম্বর, ২০২৫ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বড়সড় হতাশার মুখে পড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। অভিজ্ঞতা ও ধার থাকা সত্ত্বেও এদিন তিনি ২৫ ওভার বল করেও একটি উইকেটও তুলতে পারেননি। বল হাতে নিয়ন্ত্রণ বজায় রেখেও ত্রিপুরার ব্যাটাররা শামির প্রতিটি আক্রমণ দক্ষতার সঙ্গে সামলে দেন। ফলে প্রত্যাবর্তনের ম্যাচে উইকেটশূন্য থেকে ফিরতে হল এই তারকা বোলারকে।
