Oplus_16908288

রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখালো ত্রিপুরা দল। প্রথমে হনুমা বিহারীর চমকপ্রদ শতরান, এরপর অধিনায়ক মনি শংকর মুরাসিংয়ের দুর্দান্ত ইনিংসে ভর করে ঘরের মাঠে শক্ত অবস্থান গড়ে তোলে ত্রিপুরা।শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরার ঝুলিতে যোগ হয়েছে মূল্যবান ৩ পয়েন্ট। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা, রাজ্যের ক্রীড়া মহলেও বইছে আনন্দের হাওয়া।
