
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার সরাসরি মাঠে নেমেছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় মুখপাত্র ও সাংসদ ড. সম্ভবিত পাত্র, প্রদেশ প্রভারী ড. রাজদীপ রায়, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রীসভার সদস্য, বিধায়ক ও প্রদেশের পদাধিকারীরা।

সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বিতর্ক এবং সংগঠনের ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণে আনতেই এই বৈঠকটি ডাকা হয়েছিল। বৈঠকে আগামী দিনের কর্মসূচি, সংগঠনের ঐক্য ও জনসংযোগ জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে— “সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

