Oplus_16908288

বিশালগড়ে “মায়া বেকারি” নামের একটি বেকারি দোকান বন্ধ করে দিল মহকুমা প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছিল গ্রাহকদের কাছে।সূত্রে জানা গেছে, এর আগেও একই অভিযোগে প্রশাসন এই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং ১৫ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু বেকারি মালিক তাতে সংশোধন না করে পুনরায় একই কাজ চালিয়ে যাচ্ছিলেন।বৃহস্পতিবার ফের অভিযানে নামে মহকুমা প্রশাসন। অভিযান চলাকালীন উদ্ধার হয় মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রয়োজনীয় বৈধ লাইসেন্সও দেখাতে পারেননি দোকান কর্তৃপক্ষ। ফলস্বরূপ, প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বেকারিটি বন্ধ করে দেয় এবং বেকারি মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানায়।

