Tripura Chief Minister Dr. Manik Saha and others participated in a procession carrying the Indian National Flag on the occasion of Sardar Vallabhbhai Patel 150th birth anniversary (Unity March) in Agartala, Monday, November 10, 2025. Photo By- Jayanta Dey
আগরতলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনমুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সুসজ্জিত “একতা পদযাত্রা”

আগরতলা, ১০ নভেম্বরঃদেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও ‘লৌহপুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলজীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো এক অনন্য “একতা পদযাত্রা”।রাজধানীর ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা পদযাত্রার শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়।

উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে হাপানিয়া পর্যন্ত বিস্তৃত এই পদযাত্রায় অংশ নেন বহু স্বেচ্ছাসেবক, ছাত্রছাত্রী ও নাগরিকবৃন্দ। শহরের বিভিন্ন পথ সেজে ওঠে জাতীয় পতাকা ও স্লোগানে— “এক ভারত, শ্রেষ্ঠ ভারত”।মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের ঐক্য ও সংহতির প্রতীক। তাঁর জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রেরণা দেয় দেশ গঠনের পথে।”এই পদযাত্রা শুধু একজন মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং দেশের ঐক্য, শক্তি ও জাতি-গঠনের চেতনাকে স্মরণ করার এক মহত্ উদ্যোগ।
