বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে বুধবার আগরতলায় রাজপথে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ মিছিল।
আগরতলা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫:বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই সে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার পর গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে এক হিন্দু পরিবারের বাড়িতে নৃশংসভাবে অগ্নিসংযোগের ঘটনায় ওই পরিবারের পোষা প্রাণীগুলোর আগুনে পুড়ে মৃত্যুর খবরও সামনে এসেছে।এই সমস্ত ঘটনার প্রতিবাদে বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দময়ী কালিবাড়ির সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে আগরতলা–আখউড়া ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হিন্দু সম্প্রদায়ের উপর সংঘটিত হামলার অবিলম্বে অবসান ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। মিছিল চলাকালীন বিভিন্ন প্রতিবাদী স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন।
