
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০৯ নভেম্বর:আবারও পারিবারিক কলহের জেরে ঘটলো মর্মান্তিক আত্মহত্যা। খোয়াই থানার অন্তর্গত লালছড়া রায় পাড়া এলাকায় এক ৫০ ঊর্ধ্ব গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম শিল্পী রায় (৫৬)।ঘটনার বিবরণ অনুযায়ী জানা গেছে, রবিবার সকালে মৃতার স্বামী সুনীল রায় খোয়াই সুভাষপার্ক বাজারে মাছ কিনতে যান। বাড়ি ফিরে তিনি দেখতে পান, ঘরের ভেতরে তাঁর স্ত্রী শিল্পী রায় ফাঁসিতে ঝুলে রয়েছেন।চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা এবং খবর দেওয়া হয় খোয়াই মহিলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পরবর্তীতে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি আত্মহত্যা মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। পুলিশের তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে ঘটনার প্রকৃত কারণ এবং কোনো গোপন রহস্য লুকিয়ে আছে কিনা।
