আগরতলা | ২৫ ডিসেম্বরত্রিপুরার মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যেই আগরতলায় অনুষ্ঠিত হলো এক বিশেষ ক্রীড়া উদ্যোগ। ত্রিপুরার যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আগরতলা ভাটি অভয়নগর এলবার্ট ক্লাব সংলগ্ন লাল মাটির প্রাঙ্গণে দিবা–রাত্রি ৭ এ সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, বিজেপি কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়।বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটর প্রদীপ চন্দ বলেন, ত্রিপুরার পূর্বতন সিপিআইএম সরকার যুব সমাজকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে নেশার দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যুব সমাজকে নেশামুক্ত রাখতে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ।

এই ৭ এ সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট ৬৪টি দল অংশগ্রহণ করেছে, যা যুব সমাজের ব্যাপক উৎসাহের প্রতিফলন।খেলার নিয়ম অনুযায়ী—প্রত্যেক দলে ৭ জন খেলোয়াড় থাকবেখেলা হবে ৬ ওভারেওভার লিমিট থাকবে ২খেলা হবে থ্রো বলেম্যাচ শুরুর ৩০ মিনিট আগে দলকে মাঠে উপস্থিত থাকতে হবেদেরি করলে পেনাল্টি হিসেবে ১ ওভার কেটে নেওয়া হবেআম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্তপ্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হবেম্যান অব দ্য সিরিজকে দেওয়া হবে ট্রফিতৃতীয় রাউন্ড থেকে ক্যামেরা ব্যবহার করা হবেরান আউটের ক্ষেত্রে প্রত্যেক দল একটি করে ডিআরএস সুবিধা পাবেএই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।শেষে কর্পোরেটর প্রদীপ চন্দ রাজ্যের সকল যুবকদের এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেশামুক্ত জীবন গড়ে তোলার আহ্বান জানান।
