“খোয়াই দূর্গানগর কালীবাড়ী এলাকায় নেশা বিরোধী অভিযানে এসপি ও ইয়াবা ট্যাবলেট সহ নেশা কারবারি পার্থ দে আটক — সফল অভিযান খোয়াই পুলিশের।”
খোয়াই, ২৯ নভেম্বর:নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করলো খোয়াই পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।জানা যায়, খোয়াই শহরকে ঘিরে একসময় নেশা কারবারিদের দৌরাত্ম্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অবৈধ নেশা বাণিজ্য। যদিও ধারাবাহিক পুলিশি তৎপরতায় সেই ব্যবসার বিস্তার বেশকিছুটা নিয়ন্ত্রণে আসে, তবুও সম্পূর্ণ নির্মূল হয়নি এই নেশার চক্র। এখনও ছোট আকারে নেশা বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন স্থানে।এই পরিস্থিতিতেই শনিবার গোপন সূত্রে খবর পেয়ে খোয়াই দূর্গানগর কালীবাড়ী এলাকায় অভিযান চালায় সুভাষপার্ক ফাঁড়ির পুলিশ। ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২টি এসপি নামক নেশাজাত সামগ্রী এবং ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে আটক করা হয় অভিযুক্ত নেশা কারবারি পার্থ দে (৫২)-কে।ওসি রঞ্জিত সরকার জানান, “গোপন সূত্রে খবর আসে যে পার্থ দে নামের এক ব্যক্তি তার ভাড়া বাড়িতে নেশা সামগ্রী মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর যাচাইয়ের পর অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।”পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পার্থ দে-র বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আগামীকাল খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।এ ঘটনায় আবারও পরিষ্কার হলো—খোয়াই পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এবং তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
