নুরপুর চৌমনী বাজারে ভয়াবহ আগুন—ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় চলছে আগুন নিয়ন্ত্রণের লড়াই
কৈলাশহর:ত্রিপুরার কৈলাশহর নুরপুর চৌমনী বাজারে আজ দিন দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎ করেই বাজার এলাকার একটি অংশে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কয়েকটি দোকান সম্পূর্ণরূপে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়।ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপণ দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে অগ্নিপাত্র বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় মানুষজন আতঙ্কে দোকানপাট থেকে মালপত্র সরিয়ে নিতে চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাজার এলাকার বেশ কিছু দোকান ছাইয়ে পরিণত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়েছে।এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পুরো পরিস্থিতির উপর নজরদারি করছে পুলিশ প্রশাসন।

কৈলাশহর নুরপুর স্থিত চৌমনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় ,আগুনে পুড়ে ছাই একটি সেটের ১১ টি স্টল, ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লক্ষাধিক টাকার উপরে, জানা যায় কৈলাশহর নুরপুর সেট ঘরের মালিক আসাদ মিয়া বুদুর মিয়া অনুমান বিকাল তিন ঘটিকার এই অগ্ন্যুপাত সংঘটিত হয়, একটি পাসপোর্ট এর দোকান থেকে ,মুহুর্তের মধ্যে আগুন শিখা সম্পূর্ণ বাজার সেট বশীভূত করে ফেলে পুড়ে ছাই হয়ে যায়। এই সেট ঘরে বিভিন্ন দোকান রয়েছে যেমন ইলেকট্রিক দোকান থেকে ধরে ফাস্টফুড এর দোকান পর্যন্ত ,কিছু দোকানে গ্যাস সিলিন্ডার থাকার কারণে অগ্নপাথের পরিমাণ বিষোদ আকার ধারণ করে, পরিশেষে দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে আসে কৈলা শহর থেকে আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় শুধু পুড়ে যাওয়া দোকানের অংশ বিশেষ পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ,ব্যবসায়ীদের মাথায় হাত।
