Oplus_16908288
মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ছোট্ট অভিরূপ দেবনাথ। অবশেষে সেই দুর্ঘটনার মূল অভিযুক্ত তথা ওয়াগনার গাড়ির চালক সৌভিক নাথকে পুলিশ জালে তুলেছে। শনিবার রাতে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ।উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটেছিল ধর্মনগর শহরের দিগলবাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মহা অষ্টমীর রাতে উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথ তার দশ বছরের পুত্র অভিরূপকে নিয়ে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ওয়াগনার গাড়ি তাদের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন পিতা-পুত্র। দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি পুত্রের।সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট অভিরূপ।এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে আসে সমগ্র ধর্মনগর জুড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় নাগরিকেরা অভিযুক্ত চালকের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন। অবশেষে পুলিশি তৎপরতায় শনিবার রাতে ধরা পড়ে অভিযুক্ত সৌভিক নাথ।ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, অভিযুক্তকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অভিরূপের বাবা অভিজিৎ দেবনাথও।এখন সমগ্র শহরের নজর পুলিশ প্রশাসনের দিকে ছোট্ট অভিরূপের অকাল মৃত্যুর ন্যায় বিচার আদৌ মিলবে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!
