দিল্লির আকাশে বিষাক্ত ধোঁয়া ও শ্বাসরুদ্ধকর দূষণের বিরুদ্ধে সরব হতে গিয়ে আজ ইন্ডিয়া গেট থেকে আটক হলেন শতাধিক আন্দোলনকারী। আটক হওয়াদের মধ্যে রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (JNUSU) সভাপতি অদিতি, সহ-সভাপতি গোপিকা, সাধারণ সম্পাদক সুনীল যাদব, যুগ্ম সম্পাদক দানিশ, এবং AISA (অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন)-এর একাধিক কর্মীসহ সাধারণ নাগরিকরা।আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের “নৃশংসভাবে দমন” করেছে এবং কোনও পূর্বঘোষণা ছাড়াই জোরপূর্বক আটক করেছে।> “আমরা এখন পুলিশের বাসে আছি, কিন্তু আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ জানায়নি,” — এমন বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে AISA JNU।

প্রতিবাদকারীরা রাজধানীর প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেট-এ জড়ো হয়েছিলেন দিল্লির অসহনীয় দূষণ পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং সরকারের কাছে তাৎক্ষণিক পদক্ষেপের দাবি জানাতে।এদিকে AISA সংগঠন পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে বলেছে, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

