পুলওয়ামায় সন্দেহভাজন উমরের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, ছবি সংগৃহীত
পুলওয়ামায় সন্দেহভাজন উমরের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনীদিল্লিতে সংঘটিত সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামা জেলার একটি বাড়িতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সেটি সম্পূর্ণ ধ্বংস করা হয়। বাড়িটি ছিল অভিযুক্ত ডঃ উমর উন-নবি বা উমর মহম্মদের পারিবারিক ঠিকানা। তদন্তকারীদের দাবি, দিল্লিতে ব্যবহৃত বিস্ফোরক-বোঝাই হুন্ডাই i20 গাড়ির চালক ছিলেন এই উমরই।তদন্ত সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সংঘটিত ওই বিস্ফোরণ একটি পরিকল্পিত হামলা হতে পারে। ঘটনার পর থেকেই তদন্তকারীরা গাড়ির মালিকানা, চালক এবং বিস্ফোরক সংযোগের সন্ধানে নেমে পড়েন। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে উমরকে কেন্দ্র করে সন্দেহ আরও প্রবল হয়। এরপরই নিরাপত্তা বাহিনীর বিশেষ দল পুলওয়ামায় তাঁর বাড়িতে অভিযান চালায়। বাড়িটি সম্ভাব্য বিস্ফোরক বা প্রমাণ-নাশের ঝুঁকি এড়াতে ‘কন্ট্রোলড ব্লাস্ট’-এর মাধ্যমে ভেঙে দেওয়া হয়।স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোরে স্পষ্ট হয় যে উমরের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অভিযানে কোনো ধরনের সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি বলেই নিরাপত্তা বাহিনীর দাবি।উমর উন-নবির অতীত কার্যকলাপ নিয়েও তদন্তেরত একাধিক কেন্দ্রীয় সংস্থা। তাঁর সম্ভাব্য যোগাযোগ, অর্থের উৎস, ডিজিটাল নেটওয়ার্ক ও পরিকল্পনার অন্তর্নিহিত চক্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা অনুমান করছেন, এটি একক অপারেশন নয়; এর পেছনে আরও একটি সংগঠিত মডিউল সক্রিয় থাকতে পারে।এই পদক্ষেপকে কেন্দ্র করে নিরাপত্তা বিশ্লেষকদের মত, দ্রুত পদক্ষেপ রাষ্ট্রীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রয়োজনীয়। তবে মানবাধিকার সংশ্লিষ্ট সংগঠনগুলি বলছে— বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে এমন কঠোর ব্যবস্থা ভবিষ্যতে আইনি প্রশ্নের জন্ম দিতে পারে।এদিকে, সাম্প্রতিক ঘটনাবলীর পর দিল্লি-সহ বড় শহরগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দেশজুড়ে সন্দেহভাজন যোগাযোগের খোঁজে তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।ঘটনার তদন্ত চলছে। এখন নজর— উমরের গ্রেপ্তার, বিস্ফোরণের প্রকৃত নেপথ্য কারণ, এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক কতটা ব্যাপক সে বিষয়ে।
