আগরতলা পূর্ব চাম্পামুড়া এলাকায় তুলসী পুজো দিবস উপলক্ষে ইসকন মিশনের উদ্যোগে নগর সংকীর্তনে অংশগ্রহণকারী সাধু–সন্ন্যাসী ও ভক্তবৃন্দ। উপস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল।
আগরতলা, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার):তুলসী পুজো দিবস উপলক্ষে আগরতলা পূর্ব চাম্পামুড়া এলাকাবাসীর উদ্যোগে এবং ইসকন মিশনের সহযোগিতায় এক ভক্তিমূলক ও বর্ণাঢ্য নগর সংকীর্তনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব চাম্পামুড়া এলাকা থেকে শুরু হওয়া এই নগর সংকীর্তনে শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভজন-কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভক্তির আবহে মুখরিত হয়ে ওঠে।নগর সংকীর্তনে ইসকন মিশনের সাধু–সন্ন্যাসী ও অসংখ্য ভক্তবৃন্দ ঐতিহ্যবাহী ধর্মীয় পতাকা, তুলসী মাতার প্রতিকৃতি ও হরিনাম ধ্বনির মাধ্যমে অংশগ্রহণ করেন। সংকীর্তনটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ধর্মীয় ভাবধারায় শামিল হন।

এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি তুলসী পুজোর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, তুলসী মাতা হিন্দু ধর্মে পবিত্রতা, শুদ্ধতা ও ভক্তির প্রতীক। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তুলসী পুজো দিবস উপলক্ষে এই নগর সংকীর্তনের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ভক্তি, শুদ্ধতা ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং শেষপর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

