ড. শ্যামল দাস, ভারপ্রাপ্ত উপাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। (সংগ্রহীত)
৬ই জানুয়ারি ২০২৬: ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চত্বরে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) ড. শ্যামল দাসের শারীরিক বল প্রয়োগে এক মহিলা কর্মী আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান গেটে। এদিন আউটসোর্সিং সংস্থার মাধ্যমে নিয়োজিত কর্মীরা দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন ভিসি ড. শ্যামল দাস কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় তিনি এক মহিলা কর্মীর উপর শারীরিকভাবে চড়াও হন, যার ফলে ওই কর্মী গুরুতরভাবে আহত হন এবং রক্তপাত শুরু হয়।শুধু তাই নয়, বিক্ষোভরত কর্মীদের উদ্দেশ্যে ভিসির বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে। ঘটনার পরপরই ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত কর্মীরা ভিসির এই আচরণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
