উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডঃ বি. আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও অন্যান্য অতিথিবৃন্দ।
আগরতলা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫:ভারতের সংবিধান প্রণেতা, সমাজসংস্কারক এবং মানবমুক্তির অগ্রদূত ডঃ বি. আর. আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ আগরতলায় শ্রদ্ধার আবহে পালন করা হয় নানা কর্মসূচি। সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে অবস্থিত ডঃ আম্বেদকরের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, ডঃ আম্বেদকরের জীবনদর্শন, সামাজিক ন্যায়বিচারের লড়াই এবং মানবকল্যাণে তাঁর অবদান ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।সকলেই ডঃ আম্বেদকরের জীবনাদর্শ স্মরণ করে সমাজের দুর্বল ও বঞ্চিতদের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আম্বেদকরের আদর্শ, সামাজিক সমতা, শিক্ষা বিস্তার ও সংবিধানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। উপস্থিত সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং এদিনকে স্মরণ করেন “মহাপরিনির্বাণ দিবস” হিসেবে।ডঃ আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্যজুড়েই নানা সংগঠন, দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রদ্ধানুষ্ঠান, সাবালকরণমূলক আলোচনা ও স্মারকসভা আয়োজন করা হয়।
