নরসিংগড়ের টিআইটি-তে ত্রিপুরা এনসিসি ফেস্ট ২০২৫-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও অন্যান্য অতিথিবৃন্দ।
বৃহস্পতিবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি)-তে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী ত্রিপুরা এনসিসি ফেস্ট ২০২৫। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। শুরুতেই মুখ্যমন্ত্রীকে এনসিসি ক্যাডেটদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, উত্তর-পূর্বাঞ্চলীয় এনসিসি ডাইরেক্টরেটের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার কে. জে. সিং, এনসিসি গ্রুপের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং সহ এনসিসি-র বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেটও অনুষ্ঠানে অংশ নেয়।

উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এনসিসি ক্যাডেটদের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন। কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এছাড়াও ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত বিভিন্ন থিম্যাটিক ও শিক্ষামূলক স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। স্টলগুলিতে ক্যাডেটরা উপস্থাপন করেন বিভিন্ন মডেল, সামাজিক সচেতনতা বিষয়ক প্রদর্শনী, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম। মুখ্যমন্ত্রী স্টলগুলির মান ও সৃজনশীলতার প্রশংসা করেন।দু’দিনব্যাপী এই এনসিসি ফেস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, ব্যক্তিত্ব উন্নয়নমূলক সেশনসহ নানান আকর্ষণীয় কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
