গাঁজা ধ্বংসের পর উত্তপ্ত বাইজালবাড়ি—পুলিশের গাড়ি ভাঙচুর ও উত্তেজনা ছড়ানোর মুহূর্ত
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ নভেম্বরঃবাইজালবাড়ি থানা এলাকায় গাঁজা চাষ ধ্বংসকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের গাঁজা বিরোধী অভিযানের সময় স্থানীয় মহিলাদের সঙ্গে পুলিশের প্রকট ঘাত–প্রতিঘাতে ভাঙচুর হয় পুলিশের দুটি সরকারি গাড়ি এবং আহত হন দুই কর্মকর্তা।সূত্রের খবর, বাইজালবাড়ি থানার মেলকাবাড়ি এলাকায় বনদপ্তরের সরকারি জমিতে বহুদিন ধরেই রমরমা গাঁজা চাষ চালু ছিল। বৃহস্পতিবার বনদপ্তরের ডিএফও অশোক কুমারের কাছে গোপন সূত্রে খবর আসে যে এলাকাজুড়ে বিশাল পরিসরে পরিপক্ক গাঁজা গাছ চাষ হয়েছে। খবরের ভিত্তিতে বনদপ্তর, পুলিশ এবং বিএসএফের যৌথ দল অভিযানে নামে।

যৌথ অভিযানে মোট পাঁচকানি সরকারি জমি থেকে প্রায় চার হাজার মেয়াদপ্রাপ্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়। প্রতিটি গাছে এক কেজিরও বেশি শুকনো গাঁজা উৎপাদন সম্ভব বলে অনুমান, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি হতে পারে।অভিযান শেষে পরিস্থিতি অচিরেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গ্রামের প্রমীলা বাহিনী হাতে লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর আকস্মিক হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। এতে ভাঙচুর হয় পুলিশের দুটি গাড়ি। ঘটনায় আহত হন বনদপ্তরের ফরেস্ট গার্ড সুশান্ত ভৌমিক এবং এক বিএসএফ কর্মী।

উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ভাঙচুর হওয়া একটি গাড়ি উদ্ধার করা সম্ভব হলেও অন্য গাড়িটি পরে ক্রেনের সাহায্যে থানায় আনা হয়। বর্তমানে এলাকায় বড়সড় পুলিশ মোতায়েন রয়েছে, এবং পরিবেশ এখনও অস্থির বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
