
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ অক্টোবর:রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য — খোয়াইতে কংগ্রেস দলে যোগ দিলেন ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার। মঙ্গলবার খোয়াই কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক যোগদান সভায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।জেলা সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে জানানো হয়, রামচন্দ্রঘাট (২৪), খোয়াই (২৫) এবং আশারামবাড়ি (২৬) — এই তিনটি বিধানসভা এলাকা থেকে বিজেপি ও তিপ্রামথা দল ত্যাগ করে ওই পরিবারগুলি কংগ্রেসে যোগদান করেন।রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, খোয়াই জেলায় দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া কংগ্রেস এই যোগদানে নতুন গতি ও “বাড়তি অক্সিজেন” পেয়েছে। তাঁদের অভিমত, বর্তমান শাসক জোটের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে এই যোগদান রাজ্য রাজনীতিতে কংগ্রেসের অবস্থান কিছুটা হলেও মজবুত করবে।

এদিনের যোগদান সভা ও সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ রায়, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথ এবং বিশিষ্ট আইনজীবী নিনী গোপাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব।সভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, “মানুষ আবার কংগ্রেসের ওপর আস্থা রাখছে। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাব।”

