“সান স্ট্রোকের জেরে প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পাল।”
ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গাফিলতি! দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু – রোদে দাঁড় করিয়ে প্রোগ্রাম করানোর অভিযোগ
ত্রিপুরা, আগরতলা:ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মারাত্মক গাফিলতির কারণে আবারও প্রশ্নের মুখে স্কুল প্রশাসন। দ্বিতীয় শ্রেণিতে পড়া ছাত্রী দীপান্বিতা পাল (বয়স ৮), বাড়ি যোগেন্দ্রনগর বিদ্যাসাগর এলাকায়। মানবিকতার অভাব ও উদাসীনতার জেরে কেড়ে নেওয়া হল আরেকটি নিষ্পাপ প্রাণ।গত ৯ই নভেম্বর স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। দুপুরের প্রখর রোদের নিচে ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রিহার্সাল করানো হচ্ছিল বলে অভিযোগ। তখন দ্বিতীয় শ্রেণিতে পড়া দীপান্বিতা শিক্ষিকাকে জানান—রোদে তার শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। কিন্তু অভিযোগ, শিক্ষিকা তার অনুরোধ উপেক্ষা করে রোদেই দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন।কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে দীপান্বিতা। পরিবার খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান—দীঘর্ণক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে সে Sun Stroke-এ আক্রান্ত হয়েছে এবং শরীরের একটি অংশ প্যারালাইসিস হয়ে গেছে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট দীপান্বিতা।

এই মৃত্যুকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৃত ছাত্রীর পরিবারের দাবি—“এই মৃত্যুর জন্য দায়ী স্কুল প্রশাসন ও দায়িত্বজ্ঞানহীন শিক্ষিকা। উপযুক্ত শাস্তি চাই।”এদিকে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
