
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বরঃনেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলার পূর্ব থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কলেজ টিলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও কফসিরাপসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, কলেজ টিলা এলাকার দীপতনু সাহার দোকান থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদকদ্রব্য। ঘটনাস্থল থেকেই দীপতনু সাহাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়।রবিবার পূর্ব থানায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে থানার ওসি সুব্রত দেবনাথ জানান, নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ টিলা এলাকায় সম্প্রতি মাদক ব্যবসার গতিবিধি বাড়ছিল। পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
