
আগরতলা, ১৫ অক্টোবর:কেরালায় এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস। এদিন আগরতলায় কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে যুব কংগ্রেস নেতৃত্বরা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পরে তারা সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে প্রতীকী প্রতিবাদ জানান।

নেতৃত্বদের বক্তব্য, সমাজে এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এই আন্দোলন।
