সাকাই বাড়ি এলাকায় তেলের ট্যাংকার ও সবজি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলের চিত্র
কমলপুরের সাকাই বাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তেলের ট্যাংকারের সাথে সংঘর্ষে প্রাণ হারালেন লরি চালকসংবাদ প্রতিবেদন:পাঠক সংবাদ, কমলপুর:কমলপুর থানাধীন সাকাই বাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে সবজি বোঝাই লরি ও তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন লরি চালক। সংঘর্ষের তীব্রতায় লরিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, লরি (নিবন্ধন নম্বর অজানা) আগরতলার দিকে সবজি পরিবহন করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি তেলের ট্যাংকার দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর ট্যাংকার চালক পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক প্রচেষ্টার পর লরি চালকের দেহ বের করে। তবে তাঁর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশের উদ্যোগে স্বাভাবিক করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
