
আগরতলা, ৩১ অক্টোবর:মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনর্ভবম ও ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সকলকে সম্বোধন করেন।এই সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ “সম্মানসূচক ফেলোশিপ” প্রদান করা হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী চিকিৎসা শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যে বিশেষভাবে আলোকপাত করেন।

তিনি বলেন, মাতৃভাষায় চিকিৎসা শিক্ষার প্রসার ঘটলে ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে বিষয়বস্তু বুঝতে পারবে এবং রোগীদের সেবায় তা কার্যকর ভূমিকা রাখবে।

