উষা বাজারে হরিনাম সংকীর্তনে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আগরতলা শহরের এয়ারপোর্ট রোড সংলগ্ন উষা বাজার এলাকায় আয়োজন করা হয় এক ভক্তিমূলক হরিনাম সংকীর্তন। সকাল থেকেই ভক্ত-অনুরাগীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। মঙ্গলধ্বনি, কীর্তনের ঢাক-করতাল আর ভক্তিমূলক গানে চারদিক পূর্ণ হয়ে ওঠে।এদিনের এই শুভ উপলক্ষে বিশেষভাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মেলামেশা অনুষ্ঠানের পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতরত্ন সংঘ ক্লাবের চন্দন চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাব সদস্যরা। আয়োজকদের মতে, প্রতিবছরই উষা বাজারে এই হরিনাম সংকীর্তন আয়োজন করা হয় তবে এ বছরের অনুষ্ঠানটি মানুষের ব্যাপক অংশগ্রহণে আরও সাফল্যের মুখ দেখেছে।ভক্তরা জানান, এমন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জন প্রতিনিধি উপস্থিত থাকলে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চার বড়জলার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানস্থলের ভক্তদের মধ্যে উৎসাহ আরও বৃদ্ধি পায়। ধর্মীয় এই আয়োজনে সমাজের সকল স্তরের মানুষের মিলন-মেলা দেখা যায়, যা সম্প্রীতির বার্তা বহন করে।

ভক্তরা জানান, এমন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জন প্রতিনিধি উপস্থিত থাকলে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।আয়োজক কমিটির তরফে জানানো হয়, আগামী দিনগুলোতেও এই ধরনের ভক্তিমূলক কর্মসূচি আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। হরিনাম সংকীর্তন শেষে পরিবেশ ভরে ওঠে ভক্তিমূলক সংগীতে, আর সকলের মধ্যেই দেখা যায় আনন্দ ও ভক্তির মধুর সুর।
