আগরতলার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রেসিডেনশিয়াল কলোনি গ্রাউন্ডে ডিএম (ওয়েস্ট) অফিস রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ইন্টার-অফিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দৃশ্য

ইন্টার-অফিস ক্রিকেট টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব এগ্রিকালচার ডিপার্টমেন্টেরডিএম (ওয়েস্ট) অফিস রিক্রিয়েশন ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় রানার্স-আপ ডিরেক্টর অফ হায়ার এডুকেশন

আগরতলা, ৪ জানুয়ারি ২০২৬:পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডিএম (ওয়েস্ট) অফিস রিক্রিয়েশন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইন্টার-অফিস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ রবিবার সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়। সরকারি দপ্তর ও বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রেসিডেনশিয়াল কলোনি গ্রাউন্ড, উষা বাজার, নরসিংগড়, আগরতলা-তে।১২ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানের দলগুলির মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। ৪ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দল শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ডিরেক্টর অফ হায়ার এডুকেশন দল পিডব্লিউডি (PWD) দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।এরপর দুপুরে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এগ্রিকালচার ডিপার্টমেন্ট ও ডিরেক্টর অফ হায়ার এডুকেশন। দর্শকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই নিয়ন্ত্রিত ও ধারাবাহিক খেলা উপহার দিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট চ্যাম্পিয়নের শিরোপা জয় করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই সত্ত্বেও ডিরেক্টর অফ হায়ার এডুকেশন দল রানার্স-আপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়।

এই টুর্নামেন্টের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিএম (ওয়েস্ট) সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট, এপিডি বিপুল কর্মকার, সেক্রেটারি দীপঙ্কর দত্ত এবং মিডিয়া ইনচার্জ সাজল রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডমিনিস্ট্রেশন অরূপ দেব।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সরকারি দপ্তরগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এমন ক্রীড়ামুখর উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
