
২ নভেম্বর ২০২৫, রবিবার রাত।ভারতীয় মহিলা ক্রিকেট ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হলো এই রাতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মেয়েরা প্রথমবারের মতো মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে নিলো। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো “উইমেন ইন ব্লু”।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৯৮ রান, যেখানে স্মৃতি মন্ধানা খেলেন অসাধারণ ১১২ রানের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন শেফালি বর্মা (৬৪) ও অধিনায়ক হরমনপ্রীত কৌর (৪৭)।লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে ভারতীয় বোলারদের সামনে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৬ রানে। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন রেনুকা সিং (৩ উইকেট) ও পূজা বস্তুরকার (২ উইকেট)।

ম্যাচের সেরা: স্মৃতি মন্ধানাসিরিজ সেরা: হরমনপ্রীত কৌরদেশজুড়ে এখন উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন নারী ক্রিকেটারদের এই ঐতিহাসিক জয়ের জন্য।
