আগরতলার শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকায় আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে উদ্ধার হওয়া বেআইনি সোনার বিস্কুট ও নগদ অর্থ।
আসাম রাইফেলস এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর যৌথ অভিযানে আগরতলায় বিপুল পরিমাণ বেআইনি সোনা ও নগদ অর্থ উদ্ধার হয়েছে। গতকাল রাতে আগরতলার শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকায় চালানো এই অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৪ কিলোগ্রাম সোনার বিস্কুট উদ্ধার করা হয়।আসাম রাইফেলসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি টাকা। এর পাশাপাশি অভিযানে হিসেব বহির্ভূত ২ কোটি ৮৭ লক্ষ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।নিরাপত্তা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থ অবৈধভাবে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত চক্র ও পাচারের উৎস খতিয়ে দেখতে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) তদন্ত শুরু করেছে।এই বড়সড় সাফল্যের পর রাজ্যে সোনা পাচার ও আর্থিক অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
