
প্রতিবেদন:আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর অভিষেক দত্তের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো প্রদীপ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বিগত দুই বছর ধরে ধনতেরাসের আগের দিন এই দ্বীপ উৎসবের মাধ্যমে আগাম দীপাবলির শুভেচ্ছা জানান এলাকার সর্বস্তরের মানুষ।এবারও ছিল না ব্যতিক্রম—আলো, সংগীত ও আনন্দে মেতে উঠল গোটা এলাকা।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পী ও শিশু-কিশোররা, উৎসব উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

