Unity Promo Fest 2025-এর মঞ্চে বিলোনিয়ায় লাইভ পারফরম্যান্সে দর্শকদের মন জয় করছেন বিখ্যাত সংগীত শিল্পী পলাক মুছেল।
ত্রিপুরার দক্ষিণাঞ্চলের শহর বিলোনিয়া আজ প্রত্যক্ষ করল এক জাদুকরী সন্ধ্যা। বহুল প্রতীক্ষিত Unity Promo Fest 2025-এর মঞ্চে উপস্থিত হয়ে মনোমুগ্ধকর কণ্ঠে দর্শকদের হৃদয় মাতিয়ে দিলেন বলিউডের বিখ্যাত সংগীত শিল্পী পলাক মুছেল। হাজারো দর্শকের গর্জন ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

পলাকের জনপ্রিয় গানগুলোর লাইভ পারফরম্যান্সে তৈরি হয় এক অসাধারণ আবহ। দর্শকদের আবেগ, উল্লাস ও উৎসাহ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শুরু থেকেই শেষ পর্যন্ত তাঁর উপস্থাপনায় ভরপুর ছিল শক্তি, অনুভূতি ও মিউজিক্যাল ম্যাজিক।

অনুষ্ঠানের আয়োজকদের মতে, Unity Promo Fest 2025-এর লক্ষ্য ত্রিপুরার পর্যটন, সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রকে জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে তুলে ধরা। Tripura Tourism-এর প্রচারে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।উৎসব উপলক্ষে বিলোনিয়া শহরজুড়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, শিল্পী ও অতিথিদের জন্য ছিল সুসংগঠিত ব্যবস্থাপনা ও বিশেষ আতিথেয়তা।

