পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে Unity Promo Fest 2025 সমাপনী অনুষ্ঠান নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক—সচিবালয়, আগরতলা
তারিখ : ৮ ডিসেম্বর ২০২৫, সোমবাররাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে আগামী ১২ই ডিসেম্বর রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত “Unity Promo Fest – 2025”–এর সমাপনী অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল করতে আজ সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়।

এই বৈঠকে পৌরহিত্য করেন মাননীয় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।ভাষণে মন্ত্রী বলেন—👉 সমাপনী অনুষ্ঠানটি রাজ্যের পর্যটন সম্ভাবনা ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।👉 সুষ্ঠু নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল সাপোর্ট এবং অতিথি অভ্যর্থনায় কোনো ত্রুটি রাখা যাবে না।👉 সকল দপ্তরের যৌথ সমন্বয় ও সক্রিয় ভূমিকার মাধ্যমেই উৎসবকে সফল করা সম্ভব।বৈঠকে উপস্থিত ছিলেন—পর্যটন দপ্তরের সচিব,আইজি (আইন ও শৃঙ্খলা),পশ্চিম জেলার জেলাশাসক,পশ্চিম জেলার পুলিশ সুপার,পর্যটন দপ্তরের আধিকারিক, যুগ্ম আধিকারিকসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রতিনিধি।বৈঠকে সমাপনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, স্টেজ ও টেকনিক্যাল প্রস্তুতি, এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সকলের সম্মিলিত উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়।
