Oplus_16908288
নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর:দীর্ঘ দুই মাসের আইনি প্রক্রিয়া শেষে আজ ভারতের ভূখণ্ড থেকে এক বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হলো। জানা গেছে, বাংলাদেশের বাসিন্দা পারভেজ আহমেদ (বয়স ২১) প্রায় দু’মাস আগে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।ঘটনার সময় সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে এবং পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে আদালতের নির্দেশে পারভেজ আহমেদকে আগরতলার নরসিংগর হোমে রাখা হয়।আজ শনিবার তাকে নরসিংগর হোম থেকে এনে বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হয় কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টমস চেকপোস্টের মাধ্যমে।প্রশাসনিক সূত্রে জানা গেছে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় উভয় দেশের প্রশাসন ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।
