মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে ওএনজিসি মহিলা সমিতি হলে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা।
আগরতলা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫:ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি. আর. আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে আজ আগরতলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া এসসি ও এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আগরতলা ব্রাঞ্চের উদ্যোগে এবং ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট–এর সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় ওএনজিসি মহিলা সমিতি হলে।

শিবিরে অনেক স্বেচ্ছাসেবক উপস্থিত হয়ে রক্তদান করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওএনজিসি–র ইডি অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার ঝঞ্ঝারসহ সংস্থার অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা। মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে মহাপরিনির্বাণ দিবস পালন করাকে একটি অনন্য উদ্যোগ বলে আয়োজকরা জানান।

রক্তদান শিবিরে “Donate Blood, Save Life — Be the Reason for Someone’s Heartbeat” স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা সমাজকল্যাণের বার্তা তুলে ধরেন।
