অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর জেলা কারাগারের কর্তৃপক্ষের হাতে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করছেন।
উদয়পুর, ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার:উদয়পুর জেলা কারাগারের জন্য রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্সটির জন্য ব্যয় হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৩৫৮ টাকা।বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বয়ং অ্যাম্বুলেন্সটি জেলা কারাগার কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়, জেলা শাসক রিন্কু লাথের, এসডিএম ত্রিদিব সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। বন্দীরা অপরাধী হলেও তারা মানুষ—তাদের স্বাস্থ্যসেবাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় কারাগারের জরুরি চিকিৎসা সেবা আরও দ্রুত, কার্যকর এবং সহজলভ্য হবে বলে কর্মকর্তারা মত প্রকাশ করেন।
