৪ ডিসেম্বর দুপুর ১২:৩০-এ বোমাতঙ্কের কারণে আহমেদাবাদে জরুরি অবতরণ করা ইন্ডিগো ফ্লাইট — নিরাপদে নামানো হচ্ছে যাত্রীদের।” ফাইল ছবি
০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার :দেশজুড়ে বিমান নিরাপত্তায় চরম উদ্বেগের মধ্যে বোমাতঙ্কে কেঁপে উঠল ইন্ডিগো এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার সকালে, সৌদি আরবের মদিনা থেকে হায়দরাবাদগামী ফ্লাইট 6E 058-এ বোমা থাকার দাবি করে একটি ইমেল আসে। এই হুমকি পাওয়া সময় বিমানটি আকাশপথে ভারতীয় ভূখণ্ডের দিকে এগোচ্ছিল।হুমকির পরপরই পাইলট নিকটবর্তী নিরাপদ বিমানবন্দর—আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর—এ জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন।ফ্লাইটটি দুপুর ১২টা ৩০ মিনিটে (১২:৩০ PM, ৪ ডিসেম্বর ২০২৫) নির্বিঘ্নে রানওয়েতে নামে। ওই সময় বিমানে ১৮০ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন।

আহমেদাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অতুল বনসল জানান, ইন্ডিগো কর্তৃপক্ষ যে ইমেলটি পেয়েছিল, সেখানে স্পষ্ট করে লেখা ছিল—বিমানে বোমা রাখা হয়েছে। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণ করানো হয়। অবতরণের পর সকল যাত্রীকে দ্রুত বিমান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর CISF ও বোম স্কোয়াড তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি, তবে তদন্ত চলছে
