"থালা হাতে প্রতিবাদ—জেল পুলিশ নিয়োগের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি"
চার বছর ধরে ঝুলে থাকা জেল পুলিশ নিয়োগে বিক্ষোভ, থালা হাতে প্রতিবাদ চাকরি প্রার্থীদেরজেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া দ্রুত পুনরায় শুরু করার দাবিতে আজ Directorate of Prisons–এর সামনে বিক্ষোভে সামিল হলেন ফিজিক্যাল উত্তীর্ণ ২৪৯ জন চাকরি প্রত্যাশী। চার বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।প্রার্থীদের অভিযোগ, বারবার “আজ-কাল” বলে আশ্বাস দিলেও এখনো প্রকাশ করা হয়নি ফিজিক্যাল উত্তীর্ণ তালিকা, ঘোষণা করা হয়নি লিখিত পরীক্ষার তারিখও। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা থালা হাতে দাঁড়িয়ে সরকারের কাছে চাকরির আবেদন জানান।চাকরি প্রত্যাশীদের দাবি—নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে লিখিত পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

