যৌথ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও বাইক প্রদর্শন করছে পুলিশ — আগরতলা পশ্চিম থানায়।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:গোপন সূত্রের খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং আগরতলা পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে সোমবার গভীর রাতে ধরা পড়ল দুই চিহ্নিত নেশা কারবারি। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি মোটরবাইকও, যা নেশা ব্যবসার কাজে ব্যবহৃত হত বলে ধারণা।

অভিযানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস ডি পিও দেবপ্রসাদ রায় জানান, গোপন তথ্য আসতেই পশ্চিম থানার পুলিশ ও রামনগর ফাঁড়ির টিম দ্রুত অভিযান চালায়। সেই অভিযানে দুই নেশা কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তোলা হবে বলে তিনি জানান।পুলিশের সূত্র মতে, ধরপাকড় অভিযান আরও জোরদার করা হবে এবং নেশা মাদক চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
