ব্রজেন্দ্রনগর সীমান্তে বিএসএফের অভিযানের পর আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য।
রাজকুমার দাস : ২৪ নভেম্বরসোমবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর এলাকার ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার রোধ করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হলেন এক ভারতীয় যুবক। ঘটনাটি ৯৭ ব্যাটালিয়নের সি–কোম্পানির অধীন ব্রজেন্দ্রনগর বিওপি এলাকার বিএফএল নং ১৩৮–১৩৯ এবং গেট নং–১০–এর নিকটবর্তী স্থানে ঘটেছে।প্রাথমিক সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম আকাশ দাস (২৭)। পিতা মৃত গোপাল দাস। বাড়ি পানিসাগর থানাধীন অগ্নিপাসা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে।অভিযোগ, সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশে পণ্য পাচারের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে থামাতে নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি যুবকের পেটে লাগে বলে জানা যায়।

আহত অবস্থায় তাকে তৎক্ষণাৎ ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে স্থিতিশীল। তবে তার পেটের ভেতরে গুলি রয়ে যেতে পারে বলে সন্দেহ রয়েছে, ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জি বি হাসপাতালে রেফার করা হয়েছে।ঘটনার পর বিএসএফ ও স্থানীয় থানার তদন্ত চলছে।
