রক্তাক্ত অবস্থায় উদ্ধার রোহিঙ্গা যুবক—অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় হাসপাতালে ভর্তি
বিশালগড়, বৃহস্পতিবার গভীর রাতঃবাংলাদেশ থেকে একটি রোহিঙ্গা যুবককে ভারতে অবৈধভাবে এনে অপহরণ করে মুক্তিপণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুদিন ধরে অন্ধকার ঘরে আটকে নির্দয় মারধরের পর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে চেলিখলা বাঙালি বাজার এলাকায় ফেলে যায় অপহরণকারীরা।অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আহত রোহিঙ্গা যুবকের নাম আব্দুল শুক্কুর, বাড়ি বাংলাদেশের ওকিয়াপুর রিফিউজি ক্যাম্প সংলগ্ন এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণকারীরা দুইদিন ধরে আব্দুল শুক্কুরকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেছিল। দাবি পূরণ না হওয়ায় তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।খবর পাওয়ার পর বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যে মামলা নং ১০৭/২০২৪ রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে—আব্দুল শুক্কুর বেআইনিভাবে ভারতে প্রবেশ করায় পাসপোর্ট আইনের অধীনে মামলা নেওয়া হয়েছে।কারা কারা অপহরণ চক্রের সাথে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।চিকিৎসা শেষে আহত যুবককে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে।ঘটনার খবর রাতারাতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপহরণচক্রের আন্তর্জাতিক যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
