ICU-তে চিকিৎসাধীন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য—
আগরতলা, ২১ নভেম্বরঃত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার দুপুরে জরুরি ভিত্তিতে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন, হাসপাতাল সূত্রে এমনটাই জানা গেছে।পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। তাঁর শারীরিক অবস্থা এখনও পর্যবেক্ষণে রয়েছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন যে প্রয়োজনীয় চিকিৎসা সঠিকভাবে চলছে।খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে উপস্থিত হতে শুরু করেছেন বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতা-কর্মীরা। সামাজিক মাধ্যমে বহু মানুষ দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার পরবর্তী আপডেট পাওয়া গেলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
