গ্রামীণ অর্থনৈতিক শিল্প শক্তিশালীকরণের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডঃ ইন্দ্রজিৎ দেবনাথ, আগরতলা প্রেস ক্লাব।
গ্রামীণ অর্থনীতির শিল্পকে আরও মজবুত করার ক্ষেত্রে ডঃ ইন্দ্রজিৎ দেবনাথের ভূমিকা অপরিসীম। সোসাইটি ফর অলটারনেটিভ থিংকিং অ্যান্ড অ্যাকশান–এর সেক্রেটারি হিসেবে দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি পোটারি মিশন (মৃৎশিল্প), হানি মিশন (মৌমাছি পালন) এবং কোবলার মিশন (চর্মশিল্প)–এর বিকাশ ও বিস্তারে নিরলস কাজ করে চলেছেন।২০১৪ সালে ওএনজিসি–র সহায়তায় রাণীরগাঁও–এ ২৫ জন মহিলাকে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন তিনি। এছাড়াও তিনি জানান, ২০১৮ সালে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (KVIC)–এর সহায়তায় পশ্চিম ত্রিপুরার রাণীরগাঁও–এ এবং ২০১৯ সালে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি, পশ্চিম ত্রিপুরার রাণীরগাঁও ও হরিজয় চৌধুরীপাড়া এবং উত্তর ত্রিপুরার ছাওমনুর বীরচন্দ্র কারবারী পাড়ায় একাধিক পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনা করেন।

মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডঃ দেবনাথ রাজ্য সরকারের কাছে দাবি জানান— পথশিশুদের জন্য স্থায়ী আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা এবং বর্তমানে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য।
