তেলিয়ামুড়া থানার পুলিশের অভিযানে ১৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার—দুই যুবক শ্যামল দেববর্মা ও সন্তোষ দেববর্মা আটক।
তারিখ: ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
তেলিয়ামুড়ায় ১৭ কেজি গাঁজা উদ্ধার: দুই যুবক আটক, NDPS Act-এ মামলা—সম্পূর্ণ প্রতিবেদন (এডিট ও নিউজ ফরম্যাটে স
তেলিয়ামুড়া প্রতিনিধি:গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই যুবককে অবৈধভাবে গাঁজা পাচারের সময় আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ১৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য সাড়ে তিন লক্ষাধিক টাকা।পুলিশ জানিয়েছে, আটক দুই যুবকের নাম শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা। এদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানার অন্তর্গত, এবং অপরজন মান্দাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে NDPS Act অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বর থেকে গাঁজা ও অন্যান্য অবৈধ নেশাদ্রব্য উদ্ধার এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যার ফলে জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
গাঁজাসহ ধৃত সন্তোষ দেববর্মা মথা দলের সক্রিয় নেতা। সূত্র অনুযায়ী, তার সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি মথা দলের এমডিসি গণেশ দেববর্মার ছত্রছায়ায় প্রতিপালিত বলে জানা গেছে।জাতি ও সভ্যতা নিয়ে বড় বড় বক্তব্য দেওয়া প্রদ্যুৎ কিশোর এর ঘনিষ্ঠ নেতা যখন গাঁজাসহ ধরা পড়ে, তখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর কি প্রতিক্রিয়া জানান, তা এখন দেখার বিষয়।
