আমবাসা সার্কিট হাউসে জাতীয় প্রেস দিবস উদযাপন—Journalists Association of Tripura-এর উদ্যোগে বিভিন্ন জেলার সাংবাদিকদের উপস্থিতি।
সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা-র উদ্যোগে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হলো জাতীয় প্রেস দিবস।আজ ১৬ নভেম্বর, সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও পালিত হয় এই বিশেষ দিনটি।১৯৬৬ সালে তৎকালীন প্রেস কমিশনের সুপারিশে সমগ্র ভারতের সাংবাদিকদের জন্য একটি স্বশাসিত সংস্থা হিসেবে ৪ জুলাই ১৯৬৬ সালে ভারতের সংসদ দ্বারা গঠিত হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। এরপর থেকে ১৯৬৬ সালের ১৬ নভেম্বর এই দিনটি জাতীয় প্রেস দিবস হিসেবে দেশে পালিত হয়ে আসছে।আজ ধলাই জেলার আমবাসা সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জাতীয় প্রেস দিবসের মূল অনুষ্ঠান। ত্রিপুরার ৮টি জেলার সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় কর্মসূচি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক ও বর্তমান শিক্ষক লক্ষ্মণ দেবআমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধরপ্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক কৃপেষ ঘোষকাজল দেবজার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিক্রম কর্মকারসাধারণ সম্পাদক মিঠুন আচার্যীবিকাশ দাস, সহকারী সম্পাদক সত্যজয় মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বিভিন্ন জেলার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মহিলা সাংবাদিক রুমা চাকমাও।
