ধর্মনগর জেলা হাসপাতালে সফল অস্ত্রোপচার—চিকিৎসক দলের সাথে অপারেশন থিয়েটারের মুহূর্ত, ছবি সংগৃহীত
ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাক্ষেত্রে বড় সাফল্য। হেপাটাইটিস সি আক্রান্ত এক রোগীর পিত্তথলির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন হাসপাতালের চিকিৎসক দল। রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করার প্রবণতা কমিয়ে জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা প্রমাণ করেছে এই উদ্যোগ।উত্তর জেলার দক্ষিণ হুরুয়া গ্রামের ৪৫ বছর বয়সী এক মহিলা দীর্ঘ দুই বছর ধরে পেটের উপরের অংশে তীব্র ব্যথা, হজমের সমস্যা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। ধর্মনগর জেলা হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে কোলেসিস্টাইটিস (পিত্তথলির প্রদাহ) রোগে আক্রান্ত বলে শনাক্ত করেন। জানা যায়, তার পিত্তথলিতে পাথর তৈরি হয়েছিল এবং কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।তবে মূল জটিলতা ছিল—রোগী একইসাথে হেপাটাইটিস সি-এর মতো গুরুতর সংক্রমণেও আক্রান্ত ছিলেন। সাধারণ অবস্থায় এ ধরনের রোগের ক্ষেত্রে প্রথাগত ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়, কিন্তু সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় অভিজ্ঞ শল্য চিকিৎসক ডাঃ শুভেন্দু ভট্টাচার্য ওপেন সার্জারির সিদ্ধান্ত নেন।
গত ১২ নভেম্বর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই অস্ত্রোপচার দলের সদস্য ছিলেন—
🔹 অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাঃ সৌমালী নাথ
🔹 নার্সিং অফিসার শিখা নাথ🔹
ওটি সহকারী বীরবল দেববর্মা ও প্রমিত দেববর্মা
ডাঃ শুভেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসক দলের দক্ষতায় রোগী বর্তমানে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় আছেন।স্থানীয় স্বাস্থ্য মহলে এই সাফল্য বিশেষ তাৎপর্য বহন করছে। রাজ্যের মেডিক্যাল মহলে মত—“অপ্রয়োজনে রোগীকে জিবিপি হাসপাতালে রেফার করার প্রবণতা কমাতে পারলে জেলা হাসপাতালগুলোর ওপর আস্থা বাড়বে এবং চাপও কমবে।”এই সফল অস্ত্রোপচার সেই দিকেই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে।
