
জিরানীয়া রেল ইয়ার্ডে প্রায় ১০ কোটির এসকফ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার কলকাতা থেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গ্রেপ্তার করে আনলেন ঘোষ লজিস্টিকসের মালিক অরুণ কুমার ঘোষকে। ডিএসপি বেনঞ্জাম দেওয়ান ও ইন্সপেক্টর রাজীব সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ এসকফ কাণ্ডের মূল অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে আগরতলায় নিয়ে আসে।বর্তমানে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল রিমান্ডের আবেদন জানিয়ে অরুণ কুমার ঘোষকে আদালতে সোপর্দ করা হবে।এই মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর রুহুল আলমকে সহযোগিতা করছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসার অরুপ গোস্বামী, বেনঞ্জাম দেওয়ান, ইন্সপেক্টর সুকান্ত সেন চৌধুরী, রাজীব সাহা ও সুজিত সরকারসহ অনেকে। সূত্রের খবর, এই মামলায় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুলিশের জালে উঠতে পারেন।
