
আগরতলা, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫):সমাজের পরিবর্তনের পথপ্রদর্শক সাংবাদিকরাই — এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীলতা ও সততা গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।”মুখ্যমন্ত্রী মঙ্গলবার আগরতলায় প্রিন্ট, ইলেকট্রনিক, ওয়েব ও ফটো সাংবাদিকদের জন্য আয়োজিত বিশেষ মিডিয়া কর্মশালা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন।

তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ত্রিপুরার প্রবীণ সাংবাদিকবৃন্দ

