
পর্যটনে অপার সম্ভাবনাময় পার্বত্য রাজ্য ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও প্রসারিত করতে রাজ্যের পর্যটন দপ্তর নিয়েছে একাধিক উদ্যোগ। ‘ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট’-এর মাধ্যমে বিগত বছরগুলোতে পর্যটকদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই রাজ্যের পর্যটন সম্ভাবনাও নতুন মাত্রা পেয়েছে।এই ধারাবাহিকতায়, বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে ‘Unity Promo Fest – 2025’। এবছরের উৎসবে নতুনভাবে দুটি স্থান সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্যভূমি উদয়পুরেও অনুষ্ঠিত হবে এই উৎসব।

এই উপলক্ষে আজ গোমতী জেলা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি শ্রী দেবল দেবরায়, বিধায়ক শ্রী অভিষেক দেবরায় ও শ্রী জিতেন্দ্র মজুমদার, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, পর্যটন দপ্তরের অধিকর্তা এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।

