
প্রতিবেশীর পেটে ছুরি মারার অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক হল এক যুবক সঞ্জিত নাহা (৩৬)। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ ইটভাট্টা এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে হঠাৎই সঞ্জিত নাহা তার প্রতিবেশী মধুসূদন দাসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় মধুসূদন দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। মধুসূদন দাসের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে (মামলা নম্বর–২৫/২০২৫, আন্ডার সেকশন ১১৮(২), ১০৯(১))।ওসি অজিত দেববর্মা জানান, অভিযুক্ত সঞ্জিত নাহার বিরুদ্ধে পূর্বেও খুনের মামলা ছিল এবং সে একজন সাজাপ্রাপ্ত আসামি। আহতের অবস্থা আশঙ্কাজনক।

