
দিনের পর দিন তিপ্রা মথা সহ বিভিন্ন দল থেকে জনজাতি সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন।বুধবার সিপাহীজলা (উত্তর) জেলার পেকোয়ারজলা এডিসি ভিলেজে গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় ১২৫ পরিবারের মোট ৪৮৭ জন ভোটার বিজেপি দলে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য।দলের নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র দিকনির্দেশনায় জনজাতি কেন্দ্রীক উন্নয়নমূলক পদক্ষেপে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যুক্ত হচ্ছেন জনজাতি সম্প্রদায়ের মানুষ।

