
আজ অর্থাৎ রবিবার, আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টি, প্রদেশ বিজেপি-র উদ্যোগে আয়োজিত বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা মহোদয়।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রদেশ প্রভারী ডা. রাজদীপ রায় মহোদয়, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজু জীসহ অন্যান্য সম্মানিত পদাধিকারীগণ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সমাজে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।বিজয়া শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে আগরতলা টাউন হল প্রাঙ্গণে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
